আমরা বাংলাদেশ এর যেই কোনো জাগায় ২৪ ঘন্টার মধ্যে সফটওয়্যার দিয়ে থাকি।
আমরা বিগত দশ বছর ধরে সফলতার সাথে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান এ সফটওয়্যার দিয়ে আসছি।
ডাটাবেজ হিসেবে Microsoft SQL Serverব্যাবহারকরায় একই সাথে একাধিক কাউন্টারে বা কম্পিউটারে ব্যাবহার করা সম্ভব।
<<>> যা থাকছে আমাদের সফট্ওয়্যারে <<>>
<<<>>>পণ্য ব্যাবস্থাপনা<<<>>>
ব্র্যান্ড নেম, জেনেরিক নেম, কোড নাম্বার, বারকোড, শর্ট কোড, ক্যাটাগরী, ছবি, ক্রয়মুল্য, বিক্রয়মুল্য, ভ্যাট পার্সেন্ট, ওপেনিং স্টক ও সাপ্লাইয়ারের নাম সহকারে পণ্য তৈরী করা।
প্রত্যেকটা পণ্যের ওপেনিং স্টক এন্ট্রি কিংবা পরিবর্তন করা।
বছর শেষে কিংবা যেকোনো সময় যেকোনো পণ্যের স্টক যাচাই করা।
নষ্ট বা ডেট ওভার পণ্যগুলো ষ্টক থেকে বাদ দেয়া ।পরিত্যাক্ত ও মেয়াদ উত্তীর্ণ পণ্যে তালিকা।
ক্যাটাগরী অনুযায়ী অথবা আলাদাভাবে প্রত্যেকটা পণ্যের ডিস্কাউন্ট পারসেন্ট নির্ধারণ করা।
ইউজার রাইট অনুযায়ী প্রত্যেকটা পণ্যের ক্রয়মূল্য এবং বিক্রয়মুল্য পরিবর্তন করা।
লেবেল প্রিন্টার অথবা লেজার প্রিন্টারের মাধ্যমে বারকোড প্রিন্ট করা।
<<<>>>ক্রয় ব্যাবস্থাপনাঃ<<<>>>
নগদ ও বাকীতে পণ্য ক্রয় করার ব্যাবস্থা।
ক্রয়কৃত পণ্য ফেরত দেয়া বা পরিবর্তন করা।
বাকীর টাকা পরিশোধ করা।
ক্রয়তালিকা অনুযায়ী বারকোড প্রিন্ট করা।
পূর্বের ক্রয়মুল্য এবং বর্তমান ক্রয়মুল্যের সমন্বয় করা। (ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট অথবা এভারেজ অনুযায়ী)
<<<>>> সরবরাহকারী <<<>>>
সরবরাহকারীদের তলিকা ও সর্বমোট বকেয়া।(Supplier)
বকেয়া পরিশোধ, তালিকা ও রশিদ প্রিন্ট ও প্রিন্ট SMS।
আমদানী কৃত পণ্যের হিসাব অটো তৈরী।
দৈনিক, সাপ্তাহিক, মাসিক অটো রিপোর্ট।
<<<>>>কর্মচারী বিভাগ <<<>>>
কর্মকর্তাদের যাবতীয় তথ্য দিয়ে নতুন আই.ডি।
দৈনিক কার কত টাকা খরচ ও অটো হিসাব।
যার যার আই.ডি তে দৈনিক বিক্রয়ের হিসাব।
বিক্রয়ের পার্সেন্ট/কমিশন অটো আই.ডি তে যোগ।
ফিঙ্গার প্রিন্ট হাজিরা ও তার বেতন তৈরি।
মাস শেষে অটো বেতন ভাতা তৈরি।
আই.ডি তে বেতন পরিশোধের তালিকা।
দৈনিক, সাপ্তাহিক, মাসিক অটো রিপোর্ট।
<<<>>> বিক্রয় বিভাগ <<<>>>
নগদ বও বাকীতে বিক্রি করার ব্যাবস্থা।
বিক্রিত পণ্য ফেরত নেয়া বা পরিবর্তন করা।
বাকীর টাকা জমা নেয়া।
বিক্রির সময় ডিস্কাউণ্ট দেয়া এবং প্রয়োজন অনুযায়ী বিক্রয়মুল্য পরিবর্তন করা।
প্রয়োজন অনুযায়ী যেকোনো বিল হোল্ড করে রাখা এবং পরে রিকল করা।
বিক্রয় রশিদের নীচে কাস্টম ম্যাসেজ প্রিন্ট করার ব্যাবস্থা। যেমনঃ “ধন্যবাদ, আবার আসবেন”, “বিক্রিত পণ্য ফেরত নেয়া হয়না” ইত্যাদি।
A4, A5, A6 এবং POS সাইজের বিক্রয় রশিদ প্রিন্ট করা।
<<<>>> সাধারণ ব্যয় বিভাগ <<<>>>
প্রতিদিন অফিসিয়াল খচর।
অন্যান্য খরচ।
দৈনিক, সাপ্তাহিক, মাসিক অটো রিপোর্ট।
<<<>>> অ্যাকাউন্স বিভাগ <<<>>>
সর্বমোট ব্যাবসায় মূলধনের রিপোর্ট
সর্বমোট পণ্য আমাদানী রিপোর্ট
সর্বমোট কিস্তিতে বিক্রয়ের রিপোর্ট
সর্বমোট পাইকারী বিক্রয়ের রিপোর্ট
আরো ৩০০+ রিপোর্ট রয়েছে , যা দিয়ে খুব সহজে যেই কোনো তথ্য কয়েক সেকেন্ড এর মধ্যে পাওয়া যাবে।
আমাদের বৈশিষ্ট্যঃ
• মাত্র ১ কর্মদিবসের মধ্যে ডেলিভারী প্রদান।